এটি পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যভাগে অবস্থিত একটি হ্রদ, যার
পানির রঙ দেখতে গোলাপি। কোন বিশেষ সময়ের জন্য নয়, প্রকৃত পক্ষেই এই পানির রঙ
গোলাপি। ১৮০২ সালে ব্রিটিশ অভিযাত্রী দল ম্যাথু ফ্লিন্ডার সর্ব প্রথম এই বিস্ময়কর
লেকটি আবিষ্কার করেন। অসাধারণ এই হ্রদটির
নাম হিলিয়ার হ্রদ।
এই ভিন্ন মাত্রার লেকটির দৈর্ঘ্য ২,০০০ ফুট এবং প্রস্থ
প্রায় ১,২০০ ফুট। কিন্তু সবচে মজার ব্যাপারটি হল, এই লেকটি সবার জন্য উন্মুক্ত করা
হয়নি। অস্ট্রেলিয়া সরকার এই লেক অঞ্চলকে সংরক্ষিত
এলাকা হিসেবে ঘোষণা করেছে। এজন্য পর্যটক তো দূরের কথা, স্থানীয় লোকদেরও এখানে
প্রবেশ করা নিষেধ।
0 Comments