জকুলসারলন হল আইসল্যান্ডের প্রাকৃতিক মুকুট বা গহণাঅনেকে আবার একে ডায়মন্ড বিচও বলে থাকেন, কারণ বরফের জলকণাগুলি সূর্যের আলোতে হীরক রূপ ধারণ করে



হাজার বছর ধরে জকুলসারলন পৃথিবীর এ প্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত লক্ষ লক্ষ পর্যটকদের আকৃষ্ট করে চলছেফটোগ্রাফারদের কাছে এ এক অত্যাশ্চর্য প্রকৃতি, কারণ এর আজকের এ মুহূর্তের সৌন্দর্য আপনি আর কখনোই দেখতে পাবেন না।