চোখ জুড়ানো রংধনুর রঙ্গে
আঁকা রঙ্গিন পানিতে ভরা একটি লেক। টগ বগে ফুটছে সে পানি,
বাষ্প হয়ে উড়ে জাওয়া জল কণাগুলো আপনার মন কেড়ে নেবে।
দেখে মনে হবে কেউ হয়তো আগুন
জালিয়ে রেখেছে জলের তলায়। বহু রঙের সংমিশ্রণে তৈরি এ অদ্ভুত সুন্দর ফুটন্ত পানির
লেক। এটির অবস্থান যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন
ন্যাশনাল পার্ক।
0 Comments