কাদা স্নানের জন্য কলম্বিয়ার এটি একটি পবিত্র জায়গা হিসেবে বেশ পরিচিত। আসলে এটি ছিল সক্রিয় এবং উত্তপ্ত আগ্নেয়গীরি, স্থানীয়দের কাছে যা শয়তানের বসত নামে পরিচিত ছিলজনস্রুতি আছে, স্থানীয় এক ধর্ম যাজক এটিতে পবিত্র জল ঢেলে শীতল মাটির গোলাতে পরিণত করেণ। এর পর থেকে বিভিন্ন জনগোষ্ঠী এই পবিত্র কুয়োতে এসে কাদা স্নান শুরু করে। এতে দেখা গেল যারা এই কাদাতে স্নান করে, তাদের দেহ অন্যদের তুলনায় অনেক বেশি সুস্থ ও সতেজ থাকে।





লোক মুখের আলোচনায় দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে কূপের এই ক্ষ্যাতি। দিন দিন বাড়তে থাকে লোক-জনের আনা গোনা। যা শত শত বছর ধরে চলে আসছে আজ আবধি।




এক গবেষণায় দেখা গেছে, এখানকার কাদামাটিতে মিশে আছে সালফার ও মহামূল্যবান ক্ষনিজ পদার্থ,যা মানব দেহের ত্বকের জন্য বহির্মুখী হিসাবে কাজ করে এবং যৌগিক যন্ত্রণাকে কমিয়ে আনতে সাহায্য করে