বার্নিং ম্যান ফেস্টিভ্যাল নামে যুক্তরাস্ট্রের নেভাদা
রাজ্যে ব্লাক রক সিটির মরুভূমিতে ১৯৯০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এ
উৎসবটি।
এ উৎসবে যোগদানকারী প্রত্যেক সদস্যই চান ভিন্ন কিছু করে সকল
কে চমকে দিতে। প্রত্যেক বছরই ঘটে থাকে এমন সব ঘটনা। এবারোও হয়নি তার ব্যাতিক্রম।
মিকি আগারোয়াল নামক এক নারী সবাইকে চমকে দিলেন এবার। তিনি পাম্প করে নিজের স্তনের
দুধ বের করে বিলিয়েছেন এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী লোকদের মাঝে।
তিনি জানান, প্রতি তিন ঘন্টা পর পর বুকের দুধ পাম্প করে বের
করেণ এবং এ দুধ অন্যদেরকে পান করান। কেউ কেউ আবার সেই দুধ কফিতে মিশিয়ে খেতেও
পছন্দ করেণ। মিকি নিজেও পান করেছেন তার নিজের দুধ। এর স্বাদ সম্পর্কে তিনি বলেন-
এর স্বাদ অসাধারণ, অনেকটা ব্লেন্ড করা নারকেলের সুস্বাদু রসের মতো।
0 Comments