অসাধারণ সুন্দর সাজানো গোছানো মনরোম পরিবেশের আদলে তৈরী এই ক্যাফে। প্রথম ঢুকলেই আপনার মন প্রশান্ত হয়ে যাবে। চা, কফি, কোল্ড কফি, ফাস্ট ফুড আয়টেম যা ইচ্ছে অর্ডার করতে পারেন নিঃশ্বঙ্কোচে।




নির্ধারিত সময়ে আপনার টেবিলে তা পৌঁছে যাবে একটি আস্ত সরীসৃপ সহ। হতে পারে সেটি ভয়ঙ্কর পাইথন, কাঁকড়াবিছে, মাকড়সা অথবা গিরগিটি।



চমকে উঠবেন না যেন, এই ক্যাফেতেই এরা পোষ্য, কোন রকম উত্তক্ত বিরক্ত না করলে আপনাকে একটি ছোবলও দেবে না এরা। মুক্ত মনে এরা ঘুরে বেড়াবে আপনার মাথায়, ঘাড়ে, হাতে, পিঠে। সেই আমেজ আপনি উপভোগ করতে পারবেন গরম কফি কাপে তৃপ্তির চুমুক দিতে দিতে।