এ যেন সমূদ্রের বূকে লক্ষ তারার মেলা। দেখেই চোখ জুড়াবে আপনার। আন্ধকার আকাশে তারা না থাকলেও তারার দেখা পাবেন এ সমুদ্রের জলে।




এ যেন শুধু তারা নয়, জীবন্ত তারার মেলা। লাইট জ্বেলে ছুটা-ছুটি করা তারা। রাতের এই অবিশ্বাস্য মনোরম দৃশ্য দেখতে হলে আপনাকে আসতে হবে সমুদ্রের রাণী মালদ্বীপ।