প্রাকৃতিক মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্যের লীলাভূমির দ্বীপদেশ আইসল্যান্ড। বিশ্বের যত প্রাকৃতিক আশ্চর্য স্থান রয়েছে, তার প্রায় ১৬ আনাই এখানে। এর মধ্যে একটি হচ্ছে তাতানুকুল ন্যাশনাল পার্ক।






পর্যটকদের কাছে এটি এক স্বপ্নময় জায়গা। এখানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ হিমবাহ এবং অসংখ্য দৃষ্টিনন্দন বরফের গুহা।



এটি ইউরোপের মধ্যে সবচে বড় পার্ক, প্রায় ১২,০০০ বর্গমাইল এলাকাজুড়ে এর বিস্তৃতি। এতে আছে জমে থাকা বরফ, বরফ গলা খরস্রোতা নদী, আগ্নেয়গিরি এবং লাভার জ্বালামুখ।