চায়না খুব শীঘ্রই
আকাশে একটি কৃত্রিম চাঁদ চালু করতে যাচ্ছে যা তৈরি হবে মূলত প্রজ্বলিত কাঁচামাল
দ্বারা । চাঁদটি রাতের বেলা যখন বিদ্যুৎ থাকবেনা তখন শহর আলোকিত করার কাজে ব্যবহৃত হবে।
যদি সবকিছু পরিকল্পনা মোতাবেক চলে তবে চাঁদটি ২০২০ সালে সিচুয়ান প্রদেশের চেংদু শহরে উড্ডয়ন
করা হবে।পরবর্তীতে আরো চাঁদ তৈরি করা হবে।
এই শক্তি সংরক্ষণের
আলোকসজ্জা উপগ্রহ পৃথিবী পৃষ্ঠ হতে ৫০০ কিলোমিটার উপরে কক্ষপথ দিবে। এই চাঁদটি আসল
চাঁদ হতে ৮গুন বেশি শক্তিশালী হবে। তিয়ান ফু এরিয়া সায়েন্স সোসাইটির প্রধান উঁ
চুনফেং দৈনিক চীন কে জানান, এই চাঁদের মোট আলোর এক পঞ্চমাংশ রাস্তা আলোকিত করার
কাজে ব্যবহৃত হবে। তবে এক্ষেত্রে রাতের বেলা গৃহস্থলির কাজেও এর আলো ব্যবহৃত হতে
পারে।চাঁদের আলো সঠিক ও সুক্ষভাবে পাবার জন্য চাঁদের কভারেজটি কয়েক ডজন মিটারের
মধ্যে সামঞ্জস্যভাবে স্থাপন করা যেতে
পারে। এমনকি দুর্যোগপূর্ণ এলাকায় ও তা ব্যবহার করা যেতে পারে।
তবে ভয় রয়েছে যে এই
কৃত্রিম চাঁদের আলো এবং এর সম্ভাব্য দূষণ মানুষ ও অন্যান্য প্রাণীকে প্রভাবিত করতে
পারে।তাই উপগ্রহ গুলি প্রথমে মরুভূমি
এলাকায় পরীক্ষা করা হবে।উঁ চুনফাং নিশ্চিত করেছেন যে এটি যদি অনুমোদিত না হয় তবে
আকাশে উঠানো হবেনা।তাছাড়া এটি রাত্রি আকাশে অদ্ভুত লাগে কি-না তাও বিবেচনা করা
হবে।
৯০ দশকের দিকে
রাশিয়া এমনই একটি কাণ্ড করেছিল যখন রাশিয়ায় তীব্র ঠাণ্ডা পড়েছিল তখন তারা
বিরাটাকার আয়না দ্বারা সূর্যের আলোর প্রতিফলন ঘটিয়ে শহর কে গরম রাখার চেষ্টা
করেছিল। কিন্তু আয়নাটি স্বাভাবিক কাজ করেনি বলে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছিল।তবে
চায়না আশা করছে তাদের এই ভুয়া চাঁদ বানানোর বিষয়টি তাদের জন্য ভয়াবহ কোনো পরিস্থিতির
সৃষ্টি করবেনা।
0 Comments