পৃথিবীর বুকে এমন কিছু বিস্ময়কর স্থান রয়েছে যা আপনার বিশ্বাস করতেও কষ্ট হবে। যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত ফ্লাইং গিজারটি তার মধ্যে অন্যতম। গিজারটির রংধনুর মতো বৈচিত্রপূর্ণ রঙ আপনাকে আকৃষ্ট করবে প্রতিনিয়ত প্রায় ৫-৬ ফুট উপরে ফুটন্ত গরম জল ছুঁড়ে মারতে পারে এই গিজারটি। এ গিজারটির দৈর্ঘ্য ৫ ফুট। ৭৪ একর জায়গা জুড়ে এর বিস্তৃতি।




১৯১৭ সালে সেচ কাজে ব্যাবহারের জন্য কূপ খনন করার পর যে পানি উত্তোলন করা হয়, তার তাপমাত্রা ছিল প্রায় ২০০ ডিগ্রির উপর, তাই এটি তখন বন্ধ করে দেওয়া হয়।



১৯৬৪ সালে খনিজ অনুসন্ধানের জন্য একটি কোম্পানি জায়গাটি পুনরায় খনন করেন। কিন্তু পানির তাপমাত্রা অপরিবর্তিত থাকায় খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। ঠিক এর কিছু দিন পর থেকেই এখান থেকে গরম পানি নির্গত হতে শুরু করে। এভাবেই জন্ম নেয় এই ফ্লাইং গিজারটি।